প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
নিউজ ডেস্ক: সিলেটের কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দাস দ্বীপ মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে মালয়েশিয়ার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।
দ্বীপ নগরীর গোপালটিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মা-বাবা ও এক ছোট ভাই রয়েছে দ্বীপদের পরিবারে। সম্প্রতি দ্বীপ উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে যান। সে হবিগঞ্জ জেলার মাধবপুরের মন্ডলকাপন পটিজুড়ি গ্রামের দিব্যজিত দাসের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, হোস্টেলে হঠাৎ শরীর খারাপ হলে তার সহপাঠীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এসময় চিকিৎসকরা জানান দ্বীপ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে দ্বীপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতোমধ্যে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে। মালেশিয়ার একটি বাসা ভাড়া নিয়ে দ্বীপ একাই বসবাস করতেন বলে জানা গেছে।
হাস্যরসাত্মক কন্টেট তৈরির জন্য তিনি সুপরিচিত ছিলেন। অল্প সময়েই সবার পরিচিত মুখ হয়ে ওঠেন। ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে তার বিশাল ফ্যান-ফলোয়ার রয়েছে।
তার মৃত্যুতে সামাজিক সংগঠনসহ সংস্কৃতি কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest