প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৪
বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এবার অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন তিনিও। হয়েছেন আন্দোলনে সামিল। আর সেখানেই নিশানায় সায়ন্তিকা বন্দোপাধ্যায়। ডানলপ, টবিন রোডের প্রতিবাদী মঞ্চে সাদা সালোয়ার কামিজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। হাতে গিটার। একই মঞ্চে বসে রয়েছেন তার সমর্থকেরা। গিটার বাজাচ্ছিলেন নায়িকা। আর সুর তুলেছেন বাকিরা। সবাই গাইছিলেন, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।’ ব্যস সেই ভিডিও নিমেষে ভাইরাল। সকলের গানে গিটারের তাল মেলাতে গিয়ে একেবারে ‘হিমশিম অবস্থা’ অভিনেত্রীর, নেটপাড়ার একাংশেক দাবি তেমনটাই।
ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো তুলোধনা করা হয় নায়িকাকে। এ প্রসঙ্গে সায়ন্তিকা বলেছিলেন, ‘আমার এ সবে কিচ্ছু যায় আসে না। অনেক সময় অনেকেই অনেক কথা বলে থাকেন। কিন্তু সে সব কথা ধরে বসে থাকলে কিছু হবে না। এরপর কেটেছে বেশ কয়েকটা দিন। তারই মাঝে এবার বিস্ফোরক সায়ন্তিকা। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তোমার নাচ বিপ্লব, আর আমার গিটার ট্রোল; অনেক হলো দু’মুখো সাপের মুখোশ টেনে খোল! ShameOnCPIM’
সম্প্রতি বেশ কিছু মিছিলে পথনাটক, গান কিংবা প্রতিবাদী নাচের মাধ্যমে বিচার চাইতে দেখা যাচ্ছে। এবার সেই নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এমনই মন্তব্য করলেন বিধায়ক। স্পষ্ট প্রশ্ন তুললেন, তার গিটার বাজানোটা ট্রোলের মুখে আর নাচ হলে সেটা বিপ্লব? সায়ন্তিকার এই পোস্টই ভরল কমেন্টে।
কেউ লেখেন, ‘উনি নাচ জানেন, তাই শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করছিলেন। আর আপনি গিটার বাজাতে পারেন না, শুধু মাত্র লোক দেখানোর জন্য গিটার হাতে নিয়ে বাজানোর অভিনয় করছিলেন। এটাই পার্থক্য। নিজের লজ্জা থাকলে ট্রোল হওয়ার পরেও ShameOnCPIM hashtag দিতেন না।’ আবার কেউ লেখেন, ‘এটা প্রতিবাদী নাচ–আর আপনারটা ছিল ঢং করে নেকি (লোক দেখানো) গিটার বাজনো।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest