প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। খুব অল্প সময়েই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। তবে অভিনয়ের চেয়ে নাচেই বেশ পারদর্শী নোরা। শুধু তাই নয়, বলিউডে তিনি ‘বেলি ডান্স কুইন’ হিসেবে পরিচিত। ক্যারিয়ারের শুরু থেকেই নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। অনেকেই নোরাকে উপদেশ দিয়েছিলেন শুরুতে আইটেম ডান্সের প্রস্তাব না গ্রহণ করতে। তাহলে কোনওদিন অভিনেত্রী হতে পারবেন না। নোরা যদিও এক সাক্ষাৎকারে বলেছিলেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলায় বিশ্বাসী নন তিনি। তাই নিজের ট্যালেন্ট উপস্থাপন করতে যা যা করতে হয়, তিনি সব সুযোগই কাজে লাগিয়েছিলেন। বলিউডে রাতারাতি জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি।
তবে কটাক্ষের শিকারও কম হতে হয়নি নোরাকে। কখনও তার নাচ, লুক, কখনও উঠছে প্লাস্টিক সার্জারি প্রসঙ্গ, কখনও আবার পাল্টে যাওয়া শারীরিক গরন নিয়েও ওঠে প্রশ্ন। দিন দিন লুক পাল্টে যেতে দেখা গিয়েছে নোরা ফাতেহির ক্ষেত্রে। আর তা নিয়েই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। এবার সামনে এল অন্য ছবি। নোরা ফাতেহির প্রথমদিকের লুক। অনেকেই জানেন, বলিপাড়ার অন্দরমহলে নোরা ফাতেহি ও প্রিন্স নারুলার সম্পর্ক নিত্যদিন থাকে চর্চায়।
এই জুটির একাধিক ছবি থেকে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। যদিও সম্পর্ক নিয়ে তাদের প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না। তাদের মধ্যে আদপে কোনও সম্পর্ক আছে কি না, তা নিয়েও যথেষ্ট প্রশ্ন বর্তমান। তবে এই জুটি যতবার একসঙ্গে প্রকাশ্যে এসেছেন, ততবারই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। এবার সামনে এল তাদেরই এক পুরনো ছবি। যা দেখেই রে-রে করে উঠল নেটপাড়ার একাংশ।
কিছু বছর আগেও নোরাকে যেমন দেখতে ছিল, এখন তার থেকে আকাশ পাতাল তফাৎ বর্তমান। আর তা দেখেই নেটিজেনদের একজন কটাক্ষ করে মন্তব্য করলেন, ‘৩০০ অপারেশনের আগে’। সোশ্যাল মিডিয়ায় নোরার সেই সকল পুরনো ছবি থেকে ভিডিও যখন মাঝে মধ্যেই সামনে উঠে আসে, তখনই নেটদুনিয়া প্রশ্নবাণে জর্জরিত করে তোলে সেলেবকে, কেউ কেউ তো আবার তার কণ্ঠস্বরকেও কটাক্ষ করতে পিছপা হন না।
মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। তাদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু তার রক্ষণশীল পরিবারে সেটা ছিল প্রায় অসম্ভব। অবশেষে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রাখেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি তাক লাগিয়ে দেন। এরপর শুধু এগিয়ে যাওয়া।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest