প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪
গ্রাফিতির অঙ্কনে ফুটে উঠেছে শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় নানা গ্রাফিতিতে ভরে উঠেছে শহরের অলিগলিসহ প্রধান সড়কের পাশের দেয়ালগুলোতে। এসব গ্রাফিতিতে সাধারণ ছাত্রছাত্রীদের তুলে ধরা তাৎপর্যপূর্ণ নানা স্লোগানে দেশের বিভিন্ন অসঙ্গতি ফুটে উঠেছে। পাশাপাশি সুন্দর আগামীর প্রত্যাশায় গ্রাফিতিগুলো পথ চলতি মানুষকে দারুণভাবে উজ্জীবিত করে তুলছে।
সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত অন্তত ৩০ জন শিক্ষার্থী নিজস্ব অর্থায়নে রঙতুলি নিয়ে গত দুই দিন ধরে কলেজের বিভিন্ন দেওয়ালে এসব গ্রাফিতি ফুটিয়ে তুলছে।
গ্রাফিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে গত ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের ছবি স্থান পেয়েছে। গত ১৮ জুলাই ঢাকা আন্দোলনের মানুষের পানি খাওয়াতে গিয়ে নিহত মীর মুগ্ধ ছবি ও তার শেষ কথা পানি লাগবে ভাই পানি এই লেখা প্রকাশ পায়। জুলাইতে শুরু হওয়া রক্ত আরও প্রলম্বিত হলে পরবর্তী মাসের ৫ তারিখে আন্দোলনত শিক্ষার্থীদের বিজয় অর্জিত হয়; যার পরিপ্রেক্ষিতে গ্রাফিতিতে ‘৩৬ জুলাই’ অঙ্কিত হয়েছে। পাশাপাশি ‘, আমাদের নতুন বাংলাদেশ, মারলু ক্যানে?’,রক্তাক্ত জুলাই, ‘THIS IS NEW BANGLADESH, ‘বাংলা ব্লকেড,’লং মার্চ টু ঢাকা,’স্বাধীনতা এনেছি সংস্কারও আনব,‘গাহি সাম্যের গান’, ‘স্বাধীন বাংলা ২.০’, ইত্যাদি স্লোগান শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে স্থান করে নিয়েছে।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণকারী জিনিয়া ঐশ্বর্য বলেন, এখনো নানা ধরনের বৈষম্য, অসঙ্গতি রয়েছে। এই গুলো কাটিয়ে উঠতে পারলে আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। হাজারও রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদের স্বরণে সেসকল ঘটনার প্রতিচ্ছবি রঙ তুলির নিপুন ছোঁয়ায় ফুটিয়ে তোলার চেষ্টা করছি।সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হলে আমার সোনার বাংলা সত্যিকারের সোনার বাংলা হয়ে উঠবে।
গ্রাফিতির অঙ্কনে ফুটে উঠেছে শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest