প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫
নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, ২৯ নভেম্বরের মধ্যে যদি তাদের তিন দফা দাবি পূরণ না হয়, তাহলে দেশের সব সহকারী শিক্ষক পূর্ণদিবস কর্মবিরতিতে যাবে।
শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়করা আবুল কাশেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও আনোয়ার উল্লাহ। অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না আহ্বায়ক মু. মাহবুবর রহমান।
শিক্ষক নেতারা বলেন, ‘গত ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। সরকারের আশ্বাস অমীমাংসিত থাকায় এবার তারা আন্দোলন চালিয়ে যাবেন।’
তারা বলেন, ‘গত ৮ নভেম্বর পুলিশের হামলায় আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা এবং নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে পূর্ণ পেনশন ও ক্ষতিপূরণ প্রদানের দাবি করেছেন শিক্ষক নেতারা।’
গত ৮ নভেম্বর শিক্ষকরা শহীদ মিনার থেকে শাহবাগমুখী পদযাত্রা করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। এতে শতাধিক শিক্ষক আহত হন। এরপর পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়। পরবর্তী দুই দিনে মন্ত্রণালয়ের সঙ্গে আলাদা বৈঠকে ১১তম গ্রেড ও অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
শিক্ষক নেতারা জানান, তারা তিন দফা দাবির জন্য আন্দোলন চালাচ্ছেন, যা হলো বেতন দশম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা। তারা বলছেন, বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
আগামী ৮ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। শিক্ষকদের এই কর্মবিরতি ঘোষণার কারণে প্রায় এক কোটি শিক্ষার্থীর ক্লাস এবং পরীক্ষার কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest