প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪
নিউজ ডেস্ক : আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা ব্যবস্থার কড়া প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ‘কোটা এখন মেধাবীদের জন্য গলার কাঁটা।
শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা ছাড়া আর কোনো কোটা না রাখার দাবি জানান তারা। এছাড়া তারা ভর্তি প্রক্রিয়ারও সংস্কার দাবি করেন। গতকাল ফাইনাল পরীক্ষা ও ক্লাস বর্জনের ডাক দিয়েছে গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীরা ।
সকাল ১০টার দিকে এম. এস ২০২২ সনের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে। অধক্ষ্য বরাবর সারকলিপি প্রধান করেন শিক্ষার্থীরা।
এদিকে আজ (১৭ জুলাই) সকাল ৯টা থেকে ক্যাম্পাসে সরকারি-বেসরকারি সকল ছাত্রীগণ গতকাল ঘোষন দেয়া অনুযায়ী মানববন্ধন, বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
এবং ক্যাম্পাসে শান্তিপূর্ন কর্মসূচি পালন করে বিকাল তিনটার দিকে টিএসসি আনদোলনে যোগ দেন শিক্ষাতিরা।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest