প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ২৭, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট বিভাগের ১১টি উপজেলায় প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান সোমবার (২৭ মে) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলার ৪টি উপজেলা, সুনামগঞ্জ জেলার ২টি উপজেলা, হবিগঞ্জ জেলার ২টি উপজেলা ও মৌলভীবাজার জেলার ৩টি উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে নবনির্বাচিত জনপ্রতিনিধিগন শপথ গ্রহণ করেছেন।
আলমপুরে অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুটি ভাগে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।
শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম সেশনে সিলেট জেলার সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, বিশ্বনাথ উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার শপথ গ্রহণ হয় সকাল ১১টায়। দ্বিতীয় সেশনে সুনামগঞ্জ জেলার দিরাই, শাল্লা, মৌলভীবাজার উপজেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলার শপথ গ্রহণ দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ১৫ মে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে শপথ গ্রহন করেন- সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক, ভাইস চেয়ারম্যান পদে মো. সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে হাছিনা আক্তার। দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মাহবুবুর রহমান ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে আইরিন রহমান কলি। বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে মুহিবুর রহমান সুইট ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে করিমা বেগম। গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, ভাইস চেয়ারম্যান পদে মো. নাবেদ হোসেন ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে সেলিনা আক্তার শীলা।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান পদে এবিএম মুনসুর সুদীপ ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে ছবি বেগম। শাল্লা উপজেলায় চেয়ারম্যান পদে প্রবীন রাজনীতিবিদ অবনী মোহন, ভাইস চেয়ারম্যান পদে অরিন্দম চৌধুরী অপু ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে শর্বরী মজুমদার।
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে জুয়েল আহমদ (জুয়েল রানা) ও মহিলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে শিল্পী বেগম। বড়লেখা উপজেলায় চেয়ারম্যান পদে আজির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবিদুর রহমান ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে রাহেনা বেগম হাছনা। কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান পদে রাজ কুমার কালোয়ার (রাজু) ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে নেহার বেগম।
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো. আলাউদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান পদে মিলোয়ার হোসেন ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে মাহমুদা আক্তার রেপা। বানিয়াচং উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান পদে আশরাফ হোসেন সুমন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহেনারা আক্তার বিউটি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest