প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩
বিনোদন ডেস্ক : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি। নির্বাচনে জয়ী হতে এই আসনের বিভিন্ন প্রান্তে ভোটব্যাংক বাড়ানোর জন্য তিনি অবিরাম ছুটে বেড়াচ্ছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, শুনছেন ভোটারদের সুখ-দুঃখের গল্প। এভাবেই ট্রাক প্রতীক নিয়ে প্রচারণায় মাঠে এই জনপ্রিয় নায়িকা।
মাহিয়া মাহিকে সামনে রেখে তার কর্মী-সমর্থকরা স্লোগান দিচ্ছেন, ‘মাহি আপার সালাম নিন, ট্রাক মার্কায় ভোট দিন’, ‘উন্নয়নের প্রতীক কী, ট্রাক ছাড়া আবার কী’।
গত শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে ভোটের প্রচারণায় গিয়ে প্রেমতলী এলাকায় খেতুর গ্রামের এক বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশে মাহিয়া মাহি বলেন, ‘আজ থেকে আর পুলিশের ভয়ে কারও ধানক্ষেতে ঘুমানোর দরকার নেই। কারণ, আমি তাদের পাশে আছি।’
তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিতে হবে। ১৫ বছর তো একটা পুরুষ মানুষ ছিলেন এমপি হিসেবে। এই এলাকার নাকি অনেক নিরীহ মানুষ, যারা মাঠে চাষবাস করে, তাদের হয়রানি করা হয়। কথা কি সত্য?’ তখন নারীরা চিৎকার দিয়ে বলেন, ‘সত্য।’ ভিড়ের ভেতর থেকে এক নারী বলে ওঠেন, ‘রাইতে শুইতে পারছে না বাসাতে।’
মাহি বলেন, ‘আজকে এখানে যিনি ওসি সাহেব আছেন, আমি তার সঙ্গে কথা বলবো। অনুরোধ করবো যে, যার নামে গ্রেফতারি পরোয়ানা নাই, এমন কোনও লোককে, এমন কোনও কৃষক ভাইকে যেন তারা হয়রানি না করে। আমি সবার উদ্দেশে বলে যাচ্ছি, আপনাদের ভাই কিংবা কারও স্বামী যদি এরকম ভয় পায়—এই বুঝি তাকে ধরে নিয়ে যাবে। তাদের বলে দেন, আজকে থেকে তারা যেন নিশ্চিন্তে ঘুমায়। কারণ, মাহিয়া মাহি তাদের পাশে আছে।’
রুপালি পর্দার এ চিত্রনায়িকা বলেন, ‘আমি আজকে ওসি সাহেবকে বলে যাচ্ছি। আজকে সবাই সবার বাবা, ভাই, স্বামীকে বলে দেন তারা যাতে বাসায় চলে আসে। ধানক্ষেতে ঘুমানোর আর দরকার নাই।’ এ সময় এক নারী ‘আলহামদুলিল্লাহ’ বলে ওঠেন। অন্য নারীরা হাততালি দিতে থাকেন।
মাহিয়া মাহি বলেন, ‘যে মানুষটা আপনাদের ভাইকে-বাবাকে বাসায় ঘুমানোর সুযোগ করে দিচ্ছে, তাকে আপনারা জেতাবেন কি না?’ তখন সবাই বলে ওঠেন ‘ইনশাআল্লাহ’। মাহিও বলে ওঠেন, ‘ইনশাআল্লাহ, ৭ তারিখে দেখা হবে বিজয়ে।’
তিনি বলেন, ‘যে লোক শিক্ষককে অপমান করে, কৃষক ভাইদের হয়রানি করে। তাদের পক্ষে এবার জনগণ থাকবে না, মাটিকাটাবাসী থাকবে না। এই ১৫ বছরে যে কিনা আমাদের নির্যাতন করেছে, তার পক্ষে আমরা এবার থাকবো না। বিপুল ভোটে এবার তাকে পরাজিত করবো। আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই আমাকে ট্রাক মার্কায় একটা ভোট দেবেন। চৌধুরী সাহেবকে (স্থানীয় এমপি ও নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক চৌধুরী) বুঝিয়ে দিতে হবে, তানোর- গোদাগাড়ীর যে কৃষক পানির জন্য কষ্ট পাচ্ছে, সে কৃষক আর তাকে চায় না। কারণ, ১৫ বছর সে এই কৃষককে পানির কষ্ট দিয়েছে। পানির সমস্যার সমাধান করেনি। ৭ তারিখে বিপুল ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন। আমরা সবাই হাসবো, আর ফারুক চৌধুরী কাঁদবে।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest