ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে পু‌লিশসহ স্থানীয় প্রশাসন।

ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

তিন‌টি ব‌গি উল্টে প‌ড়ে যাওয়ায় সেগু‌লো ক্রেন ছাড়া সরা‌নো সম্ভব হ‌চ্ছে না। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থে‌কে ক্রেন রওনা দি‌য়ে‌ছে বলে জানা গেছে।

 

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন