প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩
বিনোদন ডেস্ক : ভারতের মাটিতে এবারের ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল শনিবার (১৪ অক্টোবর)। দেশটির আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য গ্যালারিতে হাজির হয়েছিলেন নানা তারকা। এই তালিকায় অন্যদের মতো ছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতোলা। এদিন প্রতিপক্ষ দল পাকিস্তানকে ভারত পরাজিত করলেও হারানোর বেদনা নিয়ে ফিরতে হয়েছে অভিনেত্রীকে।
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও ছিলেন সেখানে। পাকিস্তানকে হারিয়ে ভারত জয় পেলেও অভিনেত্রীকে ফিরতে হয়েছে হারানোর বেদনা নিয়ে।
জানা গেছে, এদিন খেলা দেখতে গিয়েই নিজের সখের স্বর্ণের আইফোন হারিয়েছেন এই বলিউড অভিনেত্রী।
টুইট করে নিজেই সেই দুঃসংবাদ দেন অভিনেত্রী। উর্বশী জানান, আমার ২৪ ক্যারেট সোনার আসল আইফোন হারিয়ে গেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কেউ যদি দেখে থাকেন, তাহলে দয়া করে আমাকে খবর দিয়ে সাহায্য করুন। কিংবা আপনার পরিতিত কেউ আমাকে সাহায্য করতে পারলে তাকে ট্যাগ করুন।
উর্বশীর পোস্টের মন্তব্যে সান্ত্বনা দিয়েছেন তার ভক্তরা। একজন লেখেন, আশা রাখছি, আপনার প্রিয় জিনিসটি দ্রুত পাবেন।
শনিবার খেলা চলাকালীন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন উর্বশী। স্টেডিয়ামের গ্যালারিতে তাঁকে নীল পোশাকে দেখা গেছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest