প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
মো: আবু বক্কর : সিএনজিচালিত অটোরিকশার চাকা ঘুরলেই দিতে হয় ১০০ টাকা। আর রিকশায় উঠে ৫০০ গজ পাড়ি দিলেই ভাড়া ২০ টাকা। দূরত্ব একটু বেশি হলেই ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। ইচ্ছামতো ভাড়া না পেলে যেতে রাজি হন না চালকরা। এ নিয়ে প্রতিদিনই চালক ও যাত্রীদের মধ্যে বচসা হতে দেখা দেয়। গত তিন বছরে ভাড়া নিয়ে দ্বন্দ্বে চালকদের হামলায় প্রাণ গেছে ব্যাংকারসহ দু’জনের। এখন আর কেউ প্রতিবাদ করারও সাহস পান না। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হয় যাত্রীদের।
সিলেট নগরীর অভ্যন্তরে বিকল্প কোনো গণপরিবহন না থাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাই নগরবাসীর একমাত্র ভরসা। আর এর সুযোগ নিচ্ছেন চালকরা। ভাড়া নিয়ে প্রায় প্রতিদিনই নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বচসা হতে দেখা যায়। বিশেষ করে সকালে শিশুদের স্কুলে নেওয়ার সময় ইচ্ছামতো ভাড়া দাবি করেন চালকরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিতে হয়।
সিটি করপোরেশন থেকে নগরীর রিকশার ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও তা মানছেন না রিকশাচালকরা। আর সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো। তা ছাড়া তিনজন যাত্রী নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় পাঁচজন যাত্রী। সরেজমিন জানা গেছে, বন্দর বাজার থেকে টিলাগড় একজনের ভাড়া ২০ টাকা হলেও সময়ভেদে ভাড়া নেওয়া হচ্ছে ২৫-৩০ টাকা। এ ছাড়া তিনজনের জায়গায় যাত্রী তোলা হয় পাঁচজন। কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে জিন্দাবাজার সিএনজিচালিত অটোরিকশার ভাড়া সর্বোচ্চ ১০০ থেকে ১১০ টাকা। অথচ চালকরা দাবি করেন ২০০ থেকে আড়াইশ টাকা।
নগরীর শাহি ঈদগাহের কাছে একটি বিদ্যালয়ে পড়ে মো: উসমান আলীর ছেলে। তাঁর বাসা নগরীর হাওয়াপাড়া এলাকায়। সেখান থেকে ৮০ টাকা ভাড়া নেওয়ার কথা থাকলেও সিএনজিচালিত অটোরিকশার চালকরা তাঁর কাছে ১২০ থেকে ১৩০ টাকা দাবি করে বসেন। প্রায়ই ১৫ বছরের সন্তানের সামনে ভাড়া নিয়ে তর্কাতর্কি করতে হয়। তিনি জানান, অতিরিক্ত ভাড়া দাবির প্রতিবাদ করায় তাদের এক ব্যাংক কর্মকর্তা চালকদের হাতে খুন হয়েছেন। এ কারণে প্রতিবাদ করতেও ভয় লাগে। সিএনজিচালিত অটোরিকশার চালক লুৎফুর রহমান জানান, গ্যাসের দাম বাড়ায় তারা ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন।
মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়া এখন সময়ের দাবি।
জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া বলেন, ২০১৫ সালের গেজেট অনুযায়ী সিএনজি মালিক সমিতি ভাড়া নির্ধারণ করে থাকে।
চলতি বছরের ১ মার্চ নগরীর বন্দর বাজার রাজাজিসি হাই স্কুলের সামনে বেশি ভাড়ার প্রতিবাদ করায় সিএনজিচালিত অটোরিকশাচালকের হামলায় আমিরুল ইসলাম নামে এক যুবক নিহত হন। এর আগে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি নগরীর কোর্টপয়েন্ট এলাকায় অতিরিক্ত ভাড়ার প্রতিবাদ করায় পরিবহন শ্রমিকদের হামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ খুন হন। দুটি মামলা আদালতে বিচারাধীন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest