প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩
কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে চুড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনের ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে আরো ১৫৭ টি আসন ফাঁকা রয়েছে।
রোববার (০৮ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলে। ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মেহেদী হাসান খান।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে সিকৃবিতে মোট আসন রয়েছে ৪৩১ টি। এর মধ্যে ভর্তির প্রথমদিনে ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সাইনন্সেস অনুষদে ৭১ জন, কৃষি অনুষদে ৬৩ জন, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৪৯ জন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৯ জন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৩৩ জন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে ১৯ জনসহ মোট ২৭৪ জন ভর্তি হয়েছেন। ফলে এখনো ১৫৭ টি আসন ফাঁকা রয়েছে।
প্রথমদিনের ভর্তি কার্যক্রম শেষে সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা বলেন, ১ম দিন শেষে আশানুরূপ শিক্ষার্থীই ভর্তি হয়েছে বলে মনে হচ্ছে। আরো দুইদিন বাকি আছে। আশা করছি সকল আসনই শিক্ষার্থীদের দ্বারা পূর্ণ হয়ে যাবে। এ সময় তিনি ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কৃষি গুচ্ছভুক্ত আটটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আরো দুইদিন চলমান থাকবে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে। প্রতিটি অনুষদে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসে প্রাপ্তিস্বীকারপত্র প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest