প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩
শুভ প্রতিদিন ডেস্ক : বিশ্বনাথের কাদিপুরে প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শুরু হলো ম্যানকাইন্ড কেয়ার হোম এর কার্যক্রম। শনিবার বিশ্বনাথ উপনেলার আমতৈলের ১০ জন প্রতিবন্ধীদের কেয়ার হোমে আশ্রয় প্রদানের মাধ্যমে শুরু হয়েছে এই কার্যক্রম।
কেয়ার হোম কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমানের একক অর্থায়নে বিশ্বনাথ উপজেলার মধ্যে সর্বপ্রথম এই কেয়ার হোম চালু করা হয়।
ম্যানকাইন্ড ফাউন্ডেশন পরিচালিত ম্যানকাইন্ড কেয়ার হোমের উদবোধন করেন ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক জাবেদ আহমদ, প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন রেজা, সমাজসেবক ও ব্যবসায়ী মো. মনোয়ার হোসেন ,ম্যানকাইন্ড কেয়ার হোমের কেয়ার গিভার জাহেদা আক্তার, ভলান্টিয়ার আক্তার আহমদ, হাসান আহমদ এবং আবদুস শহিদ।
এসময় বক্তারা বলেন, একজন প্রবাসীর দেশের প্রতিবন্ধী মানুষের প্রতি এত ভালোবাসা দেখে সত্যি আমরা মুগ্ধ, এই কেয়ার হোম বিশ্বনাথ তথা সিলেট বিভাগে একটি মানবিক কার্যক্রমের উদাহরণ হয়ে থাকে দীর্ঘদিন এবং এতে উলকৃত হবেন অসহায় দুস্থ প্রতিবন্ধী পরিবারের মানুষ।
এসময় অভিবাবকদের সাথে আলাপ করে জানা যায়, বিশ্বনাথের আমতৈল গ্রামের অসহায় প্রতিবন্ধীদের দেখার কেউ ছিলো না, প্রবাসী খলিলুর রহমানের মাধ্যমে এই ধরনের কেয়ার হোম পেয়ে তারা অনেক বেশি আনন্দিত। এদিকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত পরিচালক জাবেদ আহমদ বলেন, সসম্পূর্ণ বিনামূল্যে প্রতিবন্ধী শিশুদেরকে তারা সেবা দিবেন এবং তাদের জীবন ধারনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই সরবরাহ করা হবে। তিনি আরো বলেন, প্রথমে ১০ জন প্রতিবন্ধী শিশু কে দিয়ে শুরু করা হয়েছে এই কেয়ার হোম ক্রমান্বয়ে কেয়ার হোমের সেবাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি করা হবে।
ম্যানকাইন্ড কেয়ার হোমে ১ জন ব্যবস্থাপক, ৪ জন কেয়ার গিভার, ১ জন অফিস সহায়ক সহ মোট ৬ জন কর্মকর্তা কর্মচারী প্রতিবন্ধী শিশুদের সেবার সাথে সংশ্লিষ্ট থাকবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যায়।
উদবোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন আজিজনগর জামে মসজিদের ইমাম হাফিজ মো. কাসিম উদ্দিন উজ্জ্বল।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest