প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ভবন মালিকের বাধার মুখে উচ্ছেদ না করেই ফিরতে হয়েছে মেয়র আরিফুল হক চৌধুরীকে।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর আম্বরখানা এলাকার এয়ারপোর্ট রোডস্থ গোল্ডেন টাওয়ার নামে একটি বহুতল ভবন উচ্ছেদ অভিযানে যান মেয়র। এসময় কোনো ধরণের নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযানে যাওয়ায় ভবন মালিকের বাধার মুখে উচ্ছেদ না করেই ফিরে যেতে হয় তাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোন ধরণের নোটিশ না দিয়েই ভবনের সামনের অংশ ভাঙতে সিসিক মেয়রসহ প্রৌকশলীরা ওইস্থানে উপস্থিত হন।এসময় ভবনের মালিক বাধা দেন। একপর্যায়ে ভবনের মালিকের সাথে বাকবিতণ্ডায় জড়ান মেয়র।পরবর্তীতে উচ্ছেদ না করেই সেখান থেকে ফিরে যান তিনি।
গোল্ডেন টাওয়ার এর চেয়ারম্যান নুরুল ইসলাম খানের অভিযোগ, সিটি করপোরেশনের উন্নয়নের স্বার্থে আমরা জায়গা ছাড়তে রাজি আছি। তবে কোন ধরণের নোটিশ না দিয়েই আজ ভবনের সামনের অংশ ভাঙতে এসেছে সিটি করপোরেশন। এটি ভাঙা হলে পুরো ভবনে সমস্যা আসবে। এছাড়া ভবনের গ্যাস ও পানির লাইন না সরিয়ে কিভাবে ভাঙা হবে। এমনটি হলে ভবনের বাসিন্দারা বিপাকে পড়বে।এছাড়া আশেপাশের ভবনগুলো না ভেঙে শুধু এই ভাঙতে এসেছে সিসিক। এটি উদ্দেশ্যমূলক ভাবে করা হচ্ছে।
এ বিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি জায়গা নিতে কোন নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তারা এতদিন ধরে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে। তাদের বাধার মুখে গ্যাস ও পানির লাইন সরিয়ে নেয়ার সময় দেওয়া হয়েছে। আর আমাদের প্রকৌশলীদের বলা হয়েছে বিষয়টি ভাল করে দেখার জন্য।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest