অন্তঃসত্ত্বা হওয়ায় দ্রুত বিয়ে করতে হয় শ্রীদেবীকে? মুখ খুললেন বনি কাপুর

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

অন্তঃসত্ত্বা হওয়ায় দ্রুত বিয়ে করতে হয় শ্রীদেবীকে? মুখ খুললেন বনি কাপুর

বিনোদন ডেস্ক : আশির দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন শ্রীদেবী। শুধু বলিউড নয়, চুটিয়ে কাজ করেন দক্ষিণী সিনেমাতেও। নব্বইয়ের দশকে বলিউডের প্রযোজক ও কাপুর পরিবারের সদস্য বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী।

 

অনেকেই দাবি করেন, জাহ্নবীকে নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই নাকি তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছিল বনি আর শ্রীদেবীকে।

 

এ বিষয়ে বনি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মুখ খুলেছেন। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের।

 

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। তবে তার মৃত্যুর এত বছর পরেও তাকে নিয়ে রয়ে গেছে একাধিক বিতর্ক। সেই সময় অনেকেই আঙুল তুলেছিলেন বনির দিকে।

 

বিয়ে প্রসঙ্গে বনি বলেন, ‘শ্রীদেবীর সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়েছিল শিরডির মন্দিরে। আমরা সেখানে ১৯৯৬ সালের ২ জুন বিয়ে করি। বিয়ের পর এক রাত আমরা মন্দিরে ছিলামও। জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি স্পষ্ট হয়। তখন আর সামাজিক বিয়ে করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। আমরা জানুয়ারি মাসে (১৯৯৭) সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হই। অনেকেই মনে করে থাকে জাহ্নবী এসেছে (জন্ম ৬ মার্চ, ১৯৯৭) আমাদের বিয়ের আগেই, তবে তা ভুল একেবারেই।’

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন