প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
বিনোদন ডেস্ক : আশির দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন শ্রীদেবী। শুধু বলিউড নয়, চুটিয়ে কাজ করেন দক্ষিণী সিনেমাতেও। নব্বইয়ের দশকে বলিউডের প্রযোজক ও কাপুর পরিবারের সদস্য বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী।
অনেকেই দাবি করেন, জাহ্নবীকে নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই নাকি তাড়াতাড়ি বিয়ে করতে হয়েছিল বনি আর শ্রীদেবীকে।
এ বিষয়ে বনি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে মুখ খুলেছেন। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের।
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে পানিতে ডুবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। তবে তার মৃত্যুর এত বছর পরেও তাকে নিয়ে রয়ে গেছে একাধিক বিতর্ক। সেই সময় অনেকেই আঙুল তুলেছিলেন বনির দিকে।
বিয়ে প্রসঙ্গে বনি বলেন, ‘শ্রীদেবীর সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়েছিল শিরডির মন্দিরে। আমরা সেখানে ১৯৯৬ সালের ২ জুন বিয়ে করি। বিয়ের পর এক রাত আমরা মন্দিরে ছিলামও। জানুয়ারি মাসে শ্রীদেবীর প্রেগন্যান্সি স্পষ্ট হয়। তখন আর সামাজিক বিয়ে করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। আমরা জানুয়ারি মাসে (১৯৯৭) সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হই। অনেকেই মনে করে থাকে জাহ্নবী এসেছে (জন্ম ৬ মার্চ, ১৯৯৭) আমাদের বিয়ের আগেই, তবে তা ভুল একেবারেই।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest