প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পৌর শহরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেছে বাস ট্রাক, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস চালক শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এই অবরোধ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো অবরোধ অব্যাহত রয়েছে।
গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান, গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জে বাঘার একজন ব্যক্তিকে আমাদের একটি মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর গতকাল ২ অক্টোবর (সোমবার) আহত ওই ব্যাক্তি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে ওই ব্যাক্তির পরিবারের সাথে শ্রমিকদের সমঝোতা হলে নিহত ব্যাক্তির পরিবার মামলা করবেনা বলে সিদ্ধান্ত গ্রহণ করে। পরে ওই ব্যাক্তির লাশ ময়না তদন্ত ছাড়া আনতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের একটি দস্তগত প্রয়োজন। কিন্তু নানা অজুহাতে তিনি সময় ক্ষেপণ করতে থাকেন। গতকাল তিনি বলেন তিনি দস্তগত দিতে পারবেন না। এর প্রতিবাদে আমরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাথে বার বার যোগাযোগ করেও তিনি ফোন রিসিভ করেননি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest