প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
মো: আবু বক্কর : আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর উৎসে কর সংক্রান্ত বিধি বিধান সঠিক পরিপালনের লক্ষ্যে সিলেটে ওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রাজস্ব আহরণকে আরো গতিশীল ,সহজতর ও আয়কর আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে সিলেটস্থ বেসরকারী হাসপাতালসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের সাথে কর অঞ্চল-সিলেট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের একটি ওয়ার্কিং সেমিনার সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় কর অঞ্চল-সিলেট এর সম্মেলন কক্ষ “পিয়াইন”ওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিতব্য ওয়ার্কিং সেমিনারে নতুন প্রণীত আয়কর আইন-২০২৩ এর বিধি-বিধান, আইনের পরিবর্তন, ই-টিডিএস, উৎস কর কর্তন ও জমাকরণ, উৎসে করের রিটার্ন দাখিল পদ্ধতিসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করা হচ্ছে।
সেমিনারে কর অঞ্চল-সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার এ.জেড.এম নুরুজ্জামান, যুগ্ন কর কমিশনার সাইদ আল ফাহাদ, উপ কর কমিশনার এ. কে. এম. ইসমাইল আহম্মেদ উপস্থিত ছিলেন।
সেমিনারে আয়করের উৎসে কর সংক্রান্ত আইনগত বিধানসমূহ সঠিক পরিপালন ও ধারনাগত অস্পষ্টতার উপর পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। এরমধ্যে অন্যতম হল উৎসে কর কর্তনের খাতসমূহ, কর কর্তনের প্রযোজ্য হার, কর্তিত কর সরকারের কোষাগারে জমার সময়সীমা, উৎসে কর কর্তনের বিবরণী প্রেরণে চালানের মাধ্যমে রাজস্ব জমাকরণ ইত্যাদি।
অংশগ্রহণকারী সকলে নিজ নিজ দপ্তরের উৎসে কর সংক্রান্ত কার্যক্রম বর্ণনা করেন। এছাড়া কর্তন বিষয়ক প্রশ্ন করেন এবং তাদের প্রশ্নের জবাব বিদ্যমান আইনের ব্যাখ্যা সমূহ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়।
সেমিনারে অর্জিত ফলাফল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে কর অঞ্চল-সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন আশা প্রকাশ করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest