প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেট জেলার ওসমানীনগর থানা পুলিশের অভিযানে আন্ত:জেলা অটোরিক্সা ছিনতাইচক্রের দুইজন সক্রিয় সদস্য গ্রেফতার ; ছিনতাই হওয়া অটোরিক্সাসহ উদ্ধার ০৫
গত ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অটোচালক মোঃ শামীম হোসেন (২৪)
পিতা-সাহেব আলী,বর্তমানে ৫ নং গোয়ালাবাজার ইউনিয়নের অন্তর্গত গোয়ালাবাজার সাকিনে আফরোজ মিয়ার ভাড়াবাসা, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট এর অটোরিক্সা ছিনতাই এর ঘটনা ঘটে। উক্ত বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে ওসমানীনগর থানার মামলা নং-১১ তারিখ ২০/০৯/২০২৩খ্রি. ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজু করা হয়।

মামলা রুজুর পর গত ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাতে ওসমানীগর থানা পুলিশের একটি চৌকষ দল তাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করে এবং দুইজন আসামী গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৪টি মালিকবিহীন অটোরিক্সা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃরা হলো
১। দয়াল মিয়া (৩৬) পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-ভুরভুরিয়া, থানা-বালাগঞ্জ জেলা-সিলেট,
২। মোঃ ইকবাল হোসেন (৩৩), সাং-চাপরতলা, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমানে-বড়াইয়া চানপুর, লাল মিয়ার কলোনীর ভাড়াটিয়া, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট,
মামলার এজাহার ও আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১১/০৯/২০২৩ খ্রিঃ সময় অটোরিক্সা চালক মোঃ শামীম হোসেন (২৪) তার ভাড়ায় চালিত অটোরিক্সা নিয়ে প্রতিদিনের মতো গোয়ালাবাজার, তাজপুরসহ বিভিন্ন জায়গায় ভাড়ায় যাত্রী পরিবহন করছিলেন। একপর্যায়ে সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময় গোয়ালাবাজার যাত্রী ছাউনিতে অটোরিক্সা নিয়ে আসলে অপেক্ষমান অবস্থায় থাকা যাত্রীবেশী আসামিরা এসে অটোরিক্সা চালককে নিয়ে ভাড়া নির্ধারণ পূর্বক কাশিকাপন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এক পর্যায়ে অটোরিক্সা চালক ফকিরপাড়া রাস্তার মুখে পৌছার পর পিছনে থাকা যাত্রীবেশী আসামিরা পিছন দিক হতে লাইলনের রশি দিয়ে তার হাত পা ও গলা প্যাচিয়ে ফেলে এবং হাত পা বাধা অবস্থায় মারধর করে একটি জঙ্গলের ভিতরে অটোরিক্সা চালককে রেখে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ওসমানীনগর থানা পুলিশ কর্তৃক পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest