প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ সড়কে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে জয়নাল আবেদিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়নের নোয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিনন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত জয়নাল আবেদিনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানতে পেরেছি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest