দক্ষিণ সুরমায় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উন্নয়ন মেলার উদ্বোধন

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

দক্ষিণ সুরমায় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উন্নয়ন মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল-শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।

 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।

 

উন্নয়ন মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক।

 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মইনুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতা চৌধুরী।

 

এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন