প্রকাশিত: ৭:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
অনলাইন ডেস্ক : নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুজন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী।
আহতরা হলেন মাদারীপুর জেলার কুতুবপুর থানার শিবচরের হাসিনা বেগম (৩৯) এবং সানজিদা বেগম (১৯)। তাদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রায়পুরা উপজেলার ভিটিমরজাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও তিন আহত হন।
স্টেশন মাস্টার আব্দুল মান্নান আনসারী বলেন, রাত ২টার দিকে নরসিংদীর শিবপুর শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। আমরা জাতীয় জরুরী সেবা থেকে কল পেয়ে উদ্ধার অভিযান চালাই। তিনজনের লাশ উদ্ধার করা হয়।
আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপালে ভর্তি করা হয়েছে। আমরা ইটাখোলা হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest