প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় নায়িকা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৪-২০১৫ সালের ফ্ল্যাট কেলেঙ্কারিতে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সেভেন সেন্স কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি গ্রাহকদের ফ্ল্যাট দেবে বলে পাঁচ লাখ টাকা নিলেও সেই ফ্ল্যাট গ্রাহকরা পাননি। নুসরাত ওই কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন। তাই নুসরাতকে এ জিজ্ঞাসাবাদ।

নুসরাত অবশ্য সংবাদ সম্মেলনে করে জানান, সেভেন সেন্স থেকে তিনি ইস্তফা দিয়েছেন এবং এই ফ্ল্যাট কেনাবেচায় তার কোনো সম্পর্ক নেই।
নুসরাত জানান, তিনি যখন তার পাম এভিনিউয়ের ফ্ল্যাট কিনেছিলেন তখন তিনি সেভেন সেন্স থেকে ঋণ নিয়েছিলেন, যা তিনি কড়ায়গণ্ডায় শোধ করে দিয়েছেন।
সংস্থার মালিক রাকেশ জৈন বলেছেন, নুসরাত কোনো দিন সংস্থা থেকে ঋণ নেননি। ইডি কর্তারা আজ নুসরাতকে তার পাম এভিনিউয়ের ইডেন ইম্পেরিয়াল এস্টেটের যাবতীয় কাগজপত্র আনতে বলেছেন।
বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার নেতৃত্বে ফ্ল্যাট গ্রহীতারা এর মধ্যে একদিন ইডি দফতরে বিক্ষোভ দেখান। মঙ্গলবার নুসরাত তার আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে পৌঁছান। তবে জিজ্ঞাসাবাদের সময় নুসরাতের আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest