প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের প্রধানসহ ৮ জন ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার দিবাগত (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ১০নং রামরাইল ইউপির মাগুরা এলাকায় এদের আটক করা হয়।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ (খায়স্তপাড়া) গ্রামের মৃত উছমান উল্লাহর ছেলে ছাবিদুল মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাগদিয়া আগুন্নেবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. চুনু মিয়া (২৫) ও ও মো. বাবুল মিয়া (৩৭), একই থানার কৈচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রাষ্টু মিয়া (৩২), সোনামোড়া চৌধুরী বাড়ির সামছুদ্দিন চৌধুরীর ছেলে মো. সুমন মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ ধান আটি গ্রামের আব্দুল হাসিমের ছেলে মো. রুবেল মিয়া (৩০), একই জেলার লাখাই থানার শহিদুল্লাহের ছেলে মো. মোস্তফা বাবু (৪০), বানিয়াচং থানার শামা মিয়ার ছেলে মো. সইফুল সুমন (৪২)
আটককালে তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জামাদি, ৮টি মোবাইল ও নগদ ৯ হাজার ৮০২ টাকা উদ্ধার করে র্যাব-৯।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, কয়েক মাস ধরে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের জেলাগুলোতে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত (রবিবার) রাত পৌনে ২টার দিকে মাগুরা এলাকায় অভিযান চালিয়ে এই ৮ ডাকাতকে আটক করে র্যাব। তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।
আটকের পর এই ৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest