প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা বর্ষার বেশ কিছু ভিডিও ক্লিপ ইউটিউব-ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছু দিন আগে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেন বর্ষা। সেখানে কয়েকটি প্রসাধনী ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করেন। এরপর সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ফেসবুক ও ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটরা তার কথাগুলো নিয়ে হাস্যরসযুক্ত ভিডিও বানিয়ে সেগুলো প্রচার করছে। ফলে বিষয়টি নিয়ে সামাজিক হেনস্থার শিকার হওয়ায় খেপেছেন ‘নেত্রী দ্য লিডার’খ্যাত এই নায়িকা। তিনি মামলার হুমকি দিয়েছেন।
বর্ষা এ প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন : ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, পরবর্তীতে যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। এটা নিয়ে অলরেডি আমার ল ইয়ার কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্ট করেছি। কারণ সব কিছুরই একটা লিমিট থাকা উচিত।’
সবশেষে এই অভিনেত্রী লিখেছেন: ‘আয় করা উচিত হালাল উপায়ে। কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest