সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ : আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ : আনোয়ারুজ্জামান চৌধুরী

7

নিউজ ডেস্ক : বুধবার (৬ আগস্ট) শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মষ্ঠমী উদ্যাপন পরিষদ সিলেট কর্তৃক পার্থ-সারথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্ঠমী ও বর্ণাঢ্য নগর পরিক্রমা উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

5

 

উদ্বোধনী বক্তব্যে তিনি দেশের তথা সিলেটের সাম্প্রদায়ীক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করেন এবং বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার এর দৃঢ় মনোবলে দেশ পরিচালনায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সাম্প্রদায়ীক সম্প্রতির অক্ষুন্ন রেখে “ধর্ম যার যার-রাষ্ট্র সবার” এই আদর্শে সকলে এক যোগে দেশ গড়ার কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

8

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রন্জিত সরকার, মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন। প্রধান আলোচক সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন ও জ্যোতি মোহন বিশ্বাস।

 

সভায় সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মষ্ঠমী উদ্যাপন পরিষদ সিলেটের আহ্বায়ক ডা: বিমল কান্ত সরকার। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য-সচিব কাজল সরকার, ক্ষিতিশ সরকার ও সুবিনয় চন্দ্র মল্লিক।

3

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, রঙ্গলাল বিশ্বাস, হিরণ মোহন বিশ্বাস, ললিত মোহন বিশ্বাস, অধ্যাপক বিনা সরকার, সিতাংশু বিশ্বাস, নিরেশ বিশ্বাস, মহিম বিশ্বাস, অরুন কুমার বিশ্বাস, রাখাল সরকার, এড. রনজিত বিশ্বাস, প্রভাষক নিহার রঞ্জন রায়, লনি কান্ত বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, নাদুরাম বিশ্বাস, ধনঞ্জয় সরকার, বিজিত রঞ্জন সরকার, প্রাণেশ লাল বিশ্বাস, সুকেন্দ্র বিশ্বাস, শ্যামল চন্দ্র রায়, সবুজ কুমার বিশ্বাস, সজল সরকার, লক্ষণ রায় কাজল, দীলিপ কুমার রায়, ননী গোপাল রায়, কবিতা সরকার, মঞ্জু রাণী রায়, বাসন্তি নন্দি, গৌরাঙ্গ সরকার, অনিল নমঃ, নিরেশ নমঃ, অনিল বিশ্বাস, চাঁনমনি বিশ্বাস, নীলমনি বিশ্বাস, গুনমণি বিশ্বাস প্রমুখ।

4

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4