প্রকাশিত: ৬:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেট নগরীর মিরাবাজারস্থ বিরতি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশে হাসপাতালে আহত ৯ জনকে দেখতে যান অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান।
এসময় আহতদের খোঁজ-খবর নেন এবং তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক এসময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশন দেন।
এর আগে মঙ্গলবার(৫সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি ভাল্ব বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯ জন দগ্ধ হন।এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় দগ্ধ ৯ জন হলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।
তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে আমরা মনে করছি গ্যাস ভাল্বের কারণে ওই বিস্ফোরণ ঘটেছে। তবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন কী ঘটেছে।’
এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াস শরীফসহ উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
ঘটনাস্থলে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ গণমাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৭ টার দিকে এখানে একটি বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কম্প্রেসরের একটি ভাল্ব একটু আলগা ছিলো। এতে গ্যাসের প্রেশার বেড়ে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে। ফায়ার সার্ভিস ও পুলিশের টিম কাজ করছে, তদন্ত করে বিস্তারিত জানা যাবে।’
এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.বেলাল হোসেন বলেন, ‘পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিলো। প্রাথমিকভাবে গ্যাসের ভাল্বের দুর্বলতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest