দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ঊর্মি রায়ের মতবিনিময়

প্রকাশিত: ৫:৪৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ঊর্মি রায়ের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :   দক্ষিণ সুরমায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও ঊর্মি রায়ের মতবিনিময়

 

দক্ষিণ সুরমার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা সমান অংশিদার। তাদের লিখনির মাধ্যমে দেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনার কথা উঠে আসে। সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকদের মাঝে ভাতৃত্ব বজায় থাকলে যে কোনো ধরনের সমস্যা সহজেই সমাধান হয়। দক্ষিণ সুরমা উপজেলার ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রেখে এই উপজেলার উন্নয়ন কাজ তরান্বিত করতে তিনি সাংবাদিকদেরর সাবিক সহযোগিতা করার আহ্বান জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেন, দক্ষিণ সুরমা উপজেলা অডিটরিয়ামের নাম শহীদ বুদ্ধিজীবি ডক্টর মুক্তাদিরের নামে নামকরণ, বিদ্যুতের সমস্যা সমাধান, জন্ম নিবন্ধনের সার্ভার জটিলতা সহ বিভিন্ন সমস্যা সমাধানে তিনি গুরুত্ব দেবেন।

 

দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, সাংবাদিক গোলাম মুর্তজা বাচ্চু, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সাংবাদিক শিপন আহমদ, সাংবাদিক শরিফ আহমদ, খায়রুল আমিন রাফসান, শাহেদ আহমদ শান্ত, ফয়সল আহমদ রানা, মোঃ রফিক আহমদ, এস এম ফাহিম।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন