আড়াই বছর পর সিআইডি শাহরিয়ার হত্যার রহস্য উদঘাটন

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

আড়াই বছর পর সিআইডি শাহরিয়ার হত্যার রহস্য উদঘাটন

1

নিউজ ডেস্ক : সিলেটে শাহরিয়ার (১৫) হত্যার আড়ায় বছর পর হত্যা রহস্য উদঘাটন করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। এ ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের ব্যবহৃত দা জব্দ এবং এর সাথে জড়িত আরও ৪ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

 

1

বৃহস্পতিবার (২৭ জুলাই) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান, সিলেট মেট্রো ও জেলা বিশেষ সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

 

3

সি আই ডি সূত্রে জানা যায়, সিলেটের শাহপরাণ থানার উত্তর দলইপাড়া কাউতলা এলাকার একটি বাগান বাড়ির ছড়া থেকে ২০২১ সালের ২৩ জানুয়ারি শাহরিয়ার (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। দীর্ঘ আড়াই বছর পর হত্যাকাণ্ডের সাথে জড়িত মহানগরীর ঘাসিটুলা থেকে আব্দুল কাদিরের ছেলে সেলিম আহমদ (২১) এবং কাজীর বাজর থেকে আবুল হোসেনের ছেলে আসানুর (২১) কে গ্রেফতার কারা হয়। আটকের পর হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা।

7

 

8

তার জানায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় শাহরিয়ারকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত আরও ৪ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2