শাবির নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৩

শাবির নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

8

শাবিপ্রবি প্রতিনিধি :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক আরিফুল ইসলাম (১৯)।

7

 

শনিবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের বর্ধিতাংশের নির্মাণ কাজ করার সময় এ ঘটনা ঘটে।

 

7

নিহত আরিফুল কুড়িগ্রাম সদর উপজেলার জাফর বিডা গ্রামের মো. মাহাবুলের ছেলে।

2

 

নির্মাণ শ্রমিকরা জানান, সকাল থেকেই ভবনটির ৯তলার পশ্চিম পাশে দেয়ালের কার্নিশে কাজ করছিলেন আরিফুল। বেলা সোয়া ১০টার দিকে সেখান থেকে হঠাৎ করে মাটিতে পড়ে যায় সে। পঞ্চম তলার থাকায় টিনের ছাউনিতে প্রথমে ধাক্কা লেগে তা ভেদ করে মাটিতে পড়ে যায় সে৷ এসময় তার মুখে গুরুতর আঘাত লাগে। এরপর সিএনজিযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে যান ঠিকদারসহ অন্যরা৷

 

4

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ তার পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে।

 

জালালবাদ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে৷ ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7