প্রহেলিকা সিনেমা বুবলীর যে ডেডিকেশন সামনে আনলেন পরিচালক

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩

প্রহেলিকা সিনেমা বুবলীর যে ডেডিকেশন সামনে আনলেন পরিচালক

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমা। সারাদেশের মোট আটটি হলে মুক্তি চলছে সিনেমাটির। এ সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল পরীমনির। পরে পরীমনির বাদ দিয়ে চিত্রনায়িকা বুবলীকে নেওয়া হয়।

 

সম্প্রতি এ সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে জানতে চাওয়া হয় প্রহেলিকা চরিত্রটি করার কথা ছিল পরীমনির। এখানে কিভাবে বুবলী ঢুকল?

 

প্রশ্নোত্তরে ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, এটা আসলে করার কথা ছিল পরীর, কেননা এখানে অপরুপা ও অর্পা চরিত্র আছে। যেহেতু পরী সুন্দর ও মেধাবী শিল্পী। তাকেই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ২০২১ সালে পরী ঝামেলায় পড়ে গেল এবং ২২ সালে বিয়ে করে প্রেগনেন্ট হয়ে যায়। তার জন্য কত অপেক্ষা করা যায়। একপর্যায়ে পরীর সঙ্গে কথা বলে তাকে বাদ দেই।

 

তিনি আরও বলেন, পরীর পরিবর্তে কাকে নেব এ নিয়ে শুরু হয় নানা জল্পনা। পরে খুঁজতে শুরু করলাম মিস্টি ও সুন্দর এবং কাজের প্রতি ডেডিকেটেড কে? পরে শুনলাম কাজের প্রতি বুবলী প্রচণ্ড ডেডিকেটেড। এজন্য তাকে নির্ধারণ করি।

 

বুবলীর কাজের প্রশংসা করে পরিচালক বলেন, সত্যি বুবলী কাজের প্রতি ডেডিকেটেড। সে এতটায় কাজে মনোযোগী যে, এ ছবির একটানা ৩৩ দিন শুটিং এর কাজ ছিল। একদিনও তার হাতে সেল ফোন দেখিনি। এবং শীতকালে অনেকক্ষণ ভিজে থাকতে হত অথচ একবারও বলেনি রুমে যাই। বরং রুমে যেতে বললেও সে যায়নি। এটিই প্রমাণ করে তার কাজের প্রতি আগ্রহ। বৃষ্টিতে ভিজলেও তার মুখ থেকে কোনো বিরক্তিপূর্ণ শব্দ শুনতে পাইনি। তাছাড়া পরিচালককে প্রচণ্ড সম্মান করে বুবলী। বুবলীকে দিয়ে কাজ করিয়ে আমি অত্যন্ত খুশি।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন