প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে কাংখিত বিশাল জয়ের পথেই আছেন সরকারি দল আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্তত বুথফেরত অ্যাজেন্ট অন্যান্য সূত্র এমনটাই ইঙ্গিত দিচ্ছে।
ইতিমধ্যে ২২নং ওয়ার্ডের বাংলাদেশ ব্যাংক স্কুল কেন্দ্রের মেযর পদে ফলাফল জানা গেছে। একেন্দ্রে নৌকা পেয়েছে ২৮১ ভোটের বিপরীতে লাঙল পেয়েছে মাত্র ৯৪টি ভোট। আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৬২৩ আর লাঙল পেয়েছে ২১৩ ভোট।
এ পর্যন্ত ২৪ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে দেখা যায় নৌকা পেয়েছে মোট ১৬ হাজার ৪৯০ ভোট আর লাঙল পেয়েছে ৫ হাজার ৫শ’ ৯৯ ভোট।
প্রায় সবগুলো কেন্দ্রেই এমন বিশাল ব্যবধানে নৌকার জয় হবে বলে বুথ ফেরত রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে।
বুধবার সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। তবে কিছুকিছু কেন্দ্রের লাইনে থাকা ভোটারদের ভোটগ্রহণ এখনো চলছে।
সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন।
এবার মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) ১ হাজার ৩৬৪টি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest