প্রকাশিত: ৬:৩৯ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩
অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট উৎসব চলছে। বুধবার (২১ জুন) সকাল আটটা থেকে সিসিকের ১৯০ কেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরুতে ভোটার উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
সরিজমিনে, নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০ নম্বর ওয়ার্ডের ডহর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় নারী-পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। শৃংখলা মেনে লাইনে দাঁড়িয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন নারী-পুরুষ ভোটাররা।
সিসিকের ৪২টি ওয়ার্ডের ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন ভোটার এসব কেন্দ্রের ১ হাজার ৩৬৪টি গোপন কক্ষে ভোট দেবেন। ভোটাররা নির্ধারণ করবেন সিসিকের আগামী ৫ বছরের নতুন পরিষদ, মেয়র-কাউন্সিলর।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ২ হাজার ৬০০ পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এর বাইরেও ৪২টি ওয়ার্ডে একজন করে ৪২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে একজন করে ১৯০ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩ ৬৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ২ হাজার ৭৩৪ জন পুলিং অফিসারের দায়িত্ব পালন করছেন। আর ১ হাজার ৭৪২টি সিসি ক্যামেরার মাধ্যমে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।
তিনি বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব ক’টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সিলেটের পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আ্বোন জানিয়ে বলেন, নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সিসিক নির্বাচনে ১৯০টি কেন্দ্রে ১৩২টি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়েছে। নির্বাচন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পোশাকে-সাদা পোশাকে ২ হাজার ৬শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও বিজিবি’র স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করছে। এছাড়া ৪২টি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোট ৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচন সুষ্ঠু করতে সহায়তায় দায়িত্ব পালনে রয়েছেন।
মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মো. আব্দুল হানিফ কুটু ঘোড়া প্রতীকে, মো. ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট প্রতীকে, মো. শাহজাহান মিয়া বাস প্রতীকে ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সিসিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest