প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক : অনেকে ১২ জুনের এই চিঠি আমাকে ইনবক্সে পাঠাচ্ছেন, অনেকে নিজ পোস্টে আমাকে ট্যাগ করেছেন। আপনাদের মতো বাংলাদেশ নিয়ে উৎকন্ঠা আমারও প্রবল। স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান, সাবেক ডেপুটি সার্জেন্ট এট আর্মস সদস্য, অথ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।
সাদরুল আহমদ খান বলেন, দেখা যায়, হাইরিপ্রেজেনটেটিভ মি: বরেলের কাছে চিঠিতে আবেদনকারী ছয় জন ইউরোপীয় পালামেন্টের মেম্বার যথাক্রমে স্লাভাক, চেক, বুল্গেরিয়া, ডেনমার্ক, স্পেন এবং ফিনল্যান্ড এর এমইপি।
হাইরিপ্রেজেনটেটিভ পদটি ইউরোপীয় পালামেন্টের ভাইস চেয়ারম্যান সমমান, এটি বৈদেশিক সম্পর্ক বিষয়ক ইইউ পালামেন্টের উচ্চ প্রতিনিধি দল। এটি অন্যতম দায়িত্ব: সাধারণ নিরাপত্তা এবং প্রতিরক্ষা নীতি সহ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির সামগ্রিক পরিচালনা।
এই পদে এখন দায়িত্ব পালন করছেন, স্পেনের জোসেপ বরেল।
এবার আসুন মূল প্রসঙ্গে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কেউ অন্যায় অবশ্যই তার বিচার হবে, আমরা সেটাই চাই কিন্তু ইউরোপীয় পালামেন্টের এই চিঠি সসম্পূর্ণ ফরমায়েশি। প্রথম সাক্ষরকারী স্লোভাকিয়ান এমইপি ইভান স্টিফেনাক ইতিপূর্বে ২০২২ সালের ২০ জানুয়ারিতে বাংলাদেশের র্যাব ও পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে স্যাংশন আরোপ করতে হাইরিপ্রেজেনটেটিভ বরাবর চিঠি লিখেছিলেন। জবাবে, ১৮ মার্চ ২০২২ হাইরিপ্রেজেনটেটিভ বাংলাদেশের সাথে ইউরোপীয়ান ইউনিয়নের গভীর সম্পর্ক বিদ্যমান এবং তারা প্রতিনিয়ত মানবাধিকার ও অন্যান্য ইস্যুতে ডায়লগ করছেন। র্যাবের উপর স্যাংশন নিয়ে কিছু না লিখলেও হাইরিপ্রেজেনটেটিভ বাংলাদেশের সামাজিক খাতে উন্নয়নের ভূয়সী প্রশংসাও করেন। এখানেই চিঠির ইতি ঘটেছিল।
ইভান স্টিফেনের জানুয়ারি ২০২২ সালের চিঠি আর গত কালের চিঠির টেক্সট একই শুধু সাক্ষর বেড়েছে ৫টি। তাই, আশা করা যাচ্ছে হাইরিপ্রেজেনটেটিভ এর জবাবটাও আগের মতোই আসবে। আবশ্য অপেক্ষায় থাকতে হবে কিছু দিন।
কাজেই, এই চিঠি নিয়ে অতি আনন্দিত বা হতাশার কিছু নাই। তবে হ্যা কারো কারো জন্য স্বান্তনা পুরস্কার।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest