প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ৯, ২০২৫
নিউজ ডেস্ক : দুই প্রতিবেশীর পারিবারিক বিরোধ পুরানো। তার রেশ ধরে মাত্র ১০ বছর বয়সী শিশু নাবিলকে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর থানার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দ নাবিল আলী (১০) নামে এক শিশুশিক্ষার্থীকে নির্যাতন করা হয়েছে। বুধবার দুপুরে পশ্চিমভাগ গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত নাবিল ওই গ্রামের সৈয়দ বদরুল ইসলামের ছেলে এবং বাবুরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নাবিলের বাবা সৈয়দ বদরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রতিবেশী তুয়াব আলী, রহমত ও রিয়াদের সঙ্গে তাদের পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে তার ছেলে নাবিলকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে মারধর করে তুয়াব আলী ও তার লোকজন।
বদরুলের দাবি, প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যার চেষ্টা করে এবং পরে লাশ গুম করারও পরিকল্পনা ছিল। এ ঘটনায় তার চাচা সৈয়দ বয়তুল আলী রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় পঞ্চায়েতের মুরব্বি ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কুটি মিয়া বলেন, নাবিলের বাবা ছেলেটিকে আহত অবস্থায় আমার বাড়িতে নিয়ে আসেন। আমি নিজে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মারাত্মক আহত অবস্থায় পাই।
অভিযুক্ত তুয়াব আলী বলেন, নাবিলের বাবা যেভাবে বিষয়টি বড় করে উপস্থাপন করছেন, বাস্তবে ঘটনাটি এতটা গুরুতর নয়। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ হাসান বলেন, প্রাথমিকভাবে এটি চড়-থাপ্পড়ের ঘটনা মনে হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest