প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২৩
নিউজ ডেস্ক: ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গরু উপহার দিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কৃষক ও আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদ।
৯ জুন, শুক্রবার এ তথ্য জনান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।
প্রটোকল অফিসার বলেন, কৃষক বুলবুল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গরু উপহার দিতে চাচ্ছেন।
বিষয়টি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মশিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রীকে জানালে তিনি উপহার গ্রহণে সম্মতি দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। এই ভালোবাসার জন্য কৃষক বুলবুল আহমেদ ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রী বলেছেন, গরুটি বুলবুল আহমেদের বাড়িতেই থাকবে। সেখানে কোরবানি দেওয়া হবে। সেই মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বুলবুল আহমেদ কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক। তার স্ত্রী ইসরাত জাহান চাকরি করেন পল্লী সঞ্চয় ব্যাংকে।
বুলবুল বলেন, ২০২০ সালে আড়াই লাখ টাকা দিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য ক্রস ব্রাহমা প্রজাতির এ গরু কিনি। এরপর গরুটিকে তিন বছর ধরে লালনপালন করি। এখন গরুটিতে আনুমানিক ৮০০ কেজি মাংস হতে পারে। গরুটি যেন সুস্থ থাকে সেজন্য কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে ৫ হাজার টাকা মানতও করছিলাম।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এই উপহার গ্রহণ করর সম্মতি জানানোয় খুব খুশি লাগছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest