ঘূর্ণিঝড় মোখা : সিলেটের উপজেলার ইউএনওদের নির্দেশনা

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৩

ঘূর্ণিঝড় মোখা : সিলেটের উপজেলার ইউএনওদের নির্দেশনা

নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সিলেটে ভারী বৃষ্টিপাতে পাহাড় ও টিলাধসের আশংকার কারণে সতর্কবার্তা জারি করেছেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এরই অংশ হিসেবে সিলেটের সবকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জরুরি দুটি নির্দেশনাও দেয়া হয়েছে।

 

শনিবার বিকেলে এক দাপ্তরিক আদেশে এটি জেলার সব কটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জরুরি দুটি নির্দেশনা দেয়া হয়।

 

বিষয়টি শনিবার রাতে গণমাধ্যমকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিভারী বৃষ্টির প্রভাবে সিলেটে পাহাড় ও টিলার পাদদেশে এবং নদীর তীরবর্তী স্থানে ভূমিধস হওয়ার শঙ্কা আছে। তাই ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের জানমালের ক্ষয়ক্ষতি রোধে জরুরি ভিত্তিতে ইউএনওদের পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

 

দাপ্তরিক আদেশে জেলা প্রশাসক মো. মজিবর রহমান ইউএনওদের দুটি নির্দেশনা দেন।

 

প্রথমটি হচ্ছে পাহাড় ও টিলার পাদদেশ এবং নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া।

 

দ্বিতীয় নির্দেশনাটি হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য মাইকিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রচারণা চালানো।