আনোয়ারুজ্জামান চৌধুরীসহ মেয়র পদে ৫ জনের মনোনয়ন সংগ্রহ

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৩

আনোয়ারুজ্জামান চৌধুরীসহ মেয়র পদে ৫ জনের মনোনয়ন সংগ্রহ

2

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (৮ মে) বিকেলে সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

এনিয়ে সোমবার পর্যন্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মোট পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

 

আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

4

 

7

বাকী জনই স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।

 

5

এছাড়াও সোমবার পর্যন্ত কাউন্সিলর পদে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা) ৭২ জন ও ৪২টি সাধারণ ওয়ার্ডে ২৪৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

5

সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

 

তফসিল অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, বাছাই ২৫ মে। আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে। আর আপিল কর্তৃপক্ষের আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রত্যাহারের শেষ সময় ১ জুন, প্রতীক বরাদ্দ ২ জুন ও ভোট ২১ জুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2