প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩
নিউজ ডেস্ক : নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট সিটি করপোরেশনে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়াররুজ্জামান চৌধুরী।
রোববার (২৩এপ্রিল) ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে চালিবন্দরস্থ বাসায় নেতাকর্মীরা তাকে ঈদের শুভেচ্ছা জানান।
সকাল থেকে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকরা শুভেচ্ছা জানাতে আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের ঢল নামে।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর নেন।
নেতাকর্মীরা প্রিয় নেতাকে কাছে পেয়ে ছিলেন উচ্ছ্বসিত। তরুণ ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থকরা ফটোসেশন ও সেলফিও তুলছেন নেতার সাথে।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীদের উদ্দেশ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশের মানুষ অত্যন্ত উৎসবের মধ্যে ঈদ করছে । মানুষের যাত্রাপথের সব ধরণের সুবিধা দেওয়া হয়েছে। সরকারের সর্বোচ্চ আন্তরিকতার ফলে নির্বিঘ্নে ঈদ করতে পেরেছেন মানুষ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন মহাকাশে আমাদের অবস্থান জানান দিচ্ছি। বিশ্বের বুকে এখন বাংলাদেশ রোল মডেল হিসেবে রয়েছে এখন।
আগামী সিসিক নির্বাচন সম্পর্কে বলেন, দেশকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে আওয়ামীলীগের জয় ছাড়া বিকল্প নেই। দেশের তরুণ প্রজন্ম অনেক সচেতন তারা অবশ্যই নৌকা প্রতীকে রায় দিয়ে দেশেকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার সংগ্রামে একাত্ম হবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest