প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩
নিউজ ডেস্ক : ঈদুল ফিতরের পরদিন সিলেটের বিভিন্ন পর্যটন স্থানে উপচে পড়া ভির ছিলো পর্যকদের। ঈদ এলেই বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রোবাস, ট্রাক পিকআপে আসতে থাকেন পর্যটকরা।তবে পর্যটক ও স্থানীয়দের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অসচেতন কিছু পর্যটকদের শব্দ দূষণের ফলে।
এবার পর্যকদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশে ভ্রমণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট জেলা পুলিশ।
এর ধারাবাহিকতায় খোলা ট্রাকে ঊচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে ডিজে পার্টি করতে আসা উঠতি বয়সের তরুণদের পড়তে হয়েছে পুলিশের শাস্তির মুখে।
রোববার (২৩এপ্রিল) সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে উঠতি বয়সের কিছু তরুনকে খোলা ট্রাকে ঊচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে ডিজে পার্টি করতে দেখা যায়। বিষয়টি পর্যটক ও স্থানীয় জন সাধারণদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এঁর নির্দেশনায় খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্রে এমন ডিজে পার্টির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
বিশেষ করে সিলেটের পর্যটনের মূল স্থান গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর মডেল থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা যৌথ তৎপরতায় খোলা ট্রাকে এসব ডিজে পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।
উল্টো মালামাল পরিবহনের ট্রাকে মানুষ পরিবহন করায় ট্রাকের চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে জরিমানার কাগজ প্রদান করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) অফিসার শ্যামল বণিক।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest