বায়তুল মোকাররমে স্বর্ণের দোকানে আগুন

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

বায়তুল মোকাররমে স্বর্ণের দোকানে আগুন

নিউজ ডেস্ক : বায়তুল মোকাররমে গয়নার মার্কেটে বিদ্যুতের লাইনে আগুন লাগার পর ব্যবসায়ীরা তা নিভিয়ে ফেলেছেন।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, সোমবার বেলা ২টা ৫৩ মিনিটে তারা ওই মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে আগুন লাগার খবর পান।

 

“আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তারা পৌঁছানোর আগেই ব্যবসায়ীরা আগুন নিভিয়ে ফেলেন।”

 

এর আগে রোববার সকালে উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

 

ঈদের আগে গত কয়েক দিন ধরে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে বিভিন্ন মার্কেট আর বিপণি বিতানে।

 

গত ৪ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ঢাকার বঙ্গবাজার। ১১ এপ্রিল চকবাজারের সিরামিক গুদামে আগুন লাগে।

 

এরপর গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুন লেগে পুড়ে যায় ২০টির মত গুদাম। শনিবার ভোরে আগুন লাগে ঢাকা নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে, তাতে পুড়ে যায় ছয় শতাধিক দোকান।

 

এসব ঘটনায় প্রাণহানি না হলেও ঈদের আগে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বার বার অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কি না, তা নিয়ে পাল্টা পাল্টি দোষারোপ চলছে রাজনৈতিক মহলে।

এ সংক্রান্ত আরও সংবাদ

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন