প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগর থেকে চোরাই অটোরিকশা (সিএনজি) উদ্ধার ও আয়না মিয়া (৪৫) নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৭এপ্রিল) হবিগঞ্জের নবীগঞ্জ থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।
আটকৃত আয়না মিয়া (৪৫) সিলেটের ওসমানীনগরের পালপাড়া এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে।
আটকের বিষয়টি সিলেটপ্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুরের ব্রাহ্মনগ্রাম রতন দাসের ছেলে অটোরিকশা চালক নারায়ন দাস (২৬) বর্তমানে তাজপুরস্থ পিয়ার আলীর বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। গত ৬ এপ্রিল সকাল সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে আটটার মধ্যে ওই বাসার সামন থেকে তার মৌলভীবাজার-থ-১১-৩৮২৪ নম্বরের অটোরিকশা (সিএনজি) চুরি হয়ে যায়।ব্যাপক খোঁজাখুজি করে অটোরিকশাটি পাওয়া যায়নি।
পরে বিষয়টি ওসমানীনগর থানাপুলিশকে অবগত করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক ভাবে একই স্ট্যান্ডের সিএনজি চালক আয়না মিয়াকে (৪৫) আটক করে জিজ্ঞাসাবাদ করে।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে
তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকা থেকে চোরাই নিএনজি
উদ্ধার করা।
এব্যাপারে সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক বলেন, এ ঘটনায় ওসামনীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং-১৭, তারিখ-০৮/০৪/২০২৩খ্রি। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest