পৃথক দুর্ঘটনায় প্রতিবন্ধী কিশোরী ও নারীর মৃত্যু

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

পৃথক দুর্ঘটনায় প্রতিবন্ধী কিশোরী ও নারীর মৃত্যু

3

নিউজ ডেস্ক : সিলেটের জকিগঞ্জে পৃথক দুর্ঘটনায় প্রতিবন্ধী এক কিশোরী ও এক নারীর মৃত্যু ঘটেছে। এর মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় এবং আরেকজন নিজ বাড়ির টয়লেটের স্ল্যাব ভেঙে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

 

7

জকিগঞ্জ থানাপুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ এলাকার চালিয়াকাপন বটতলায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা সিলেট ড-১১-১৪৩০ নাম্বারের ট্রাক গাড়ির পেছনে একটি মোটরসাইকেল ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে গুরুতর আহত হন।

7

 

আহতরা হলেন- কসকনকপুর ইউপির সাজাপুর গ্রামের মাসুম আহমদ (২০) ও তার মা রেনু বেগম (৪২)। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যার দিকে মানিকপুর ইউপির খলাদাপনিয়া ইসলামখানী গ্রামে এক প্রতিবন্ধী কিশোরী নিজ বাড়িতে টয়লেটের ট্যাঙ্কির স্ল্যাব ভেঙে ভিতরে পড়ে মারা যায়। নিহত কিশোরী মোছাম্মাৎ রেজওয়ানা চৌধুরী (১৫) ইসলামখানী গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে।

 

2

পুলিশ জানিয়েছে, রেজওয়ানা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলো। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন পৃথক এই দুই মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8