প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩
অনলাইন ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়া এলাকায় দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধারের পর রোয়াংছড়ি থানায় নিয়ে গেছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে খামতাং পাড়া এলাকার পরিস্থিতি থমথমে। কোন দুটি পক্ষের মধ্যে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, পাহাড়ের দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে যারা নিহত হয়েছেন তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চরছে। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।
এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা একই এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ওই ঘটনার জের ধরেই আজকের ঘটনটি ঘটলো।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest