জকিগঞ্জ থানা ও ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পরিদর্শন ডিআইজি শাফি’র

প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

জকিগঞ্জ থানা ও ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পরিদর্শন ডিআইজি শাফি’র

3

সিলেট টুয়েন্টিফোর এক্সপ্রেস ডেস্ক : সিলেটের জকিগঞ্জ থানা, সার্কেল ও ইমিগ্রেশন পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান (বিপিএম-বার, পিপএম)।

 

সোমবার (৩ এপ্রিল) এ পরিদর্শনকালে স্থানীয় সুধীজনের জন্য তিনি মতবিনিময়ও করেন।

 

3

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জকিগঞ্জ থানাপ্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। বক্তৃতাকালে তিনি সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন। তিনি বলেন, মাদকের সাথে কোনো আপস নয়।

 

7

এ সময় জকিগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সুধীজনদের সহযোগিতা কামনা করেন ডিআইজি।

 

7

সভাপতির বক্তব্যে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে এবং সেবা প্রার্থীদের সাথে ভালো ব্যবহার করতে হবে- যাতে করে সেবাপ্রার্থীরা কোনো প্রকার হয়রানির শিকার না হন।
অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জকিগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের সুধীজন।

8

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3