‘অবিলম্বে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা- সিলেট ৬ লাইনের সড়কের নির্মাণকাজ শুরু করুন’ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৩

‘অবিলম্বে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও ঢাকা- সিলেট ৬ লাইনের সড়কের নির্মাণকাজ শুরু করুন’  সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট

সিলেট টুয়েন্টিফোর এক্সপ্রেস : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের প্রান্তে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্থানে নির্মাণাধীন ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা-সিলেট-তামাবিল ৬ লাইন মহাসড়কের নির্মাণকাজ অবিলম্বে সিলেট প্রান্ত থেকে শুরু করার দাবি জানিয়েছে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। গত মঙ্গলবার রাতে সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্টিয়ারিং কমিটি’র বর্ধিত সভার প্রস্তাবে এ দাবি জানানো হয়।

 

অপর এক প্রস্তাবে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সে অস্থায়ীভাবে চলমান উপজেলা সাব-রেজিস্টারি অফিসের অব্যবস্থাপনা ও অপ্রতুলতায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, তাড়াহুড়া করে উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরের স্টাফ কোয়ার্টারে উপজেলা সাব-রেজিস্টারি অফিস চালু করায় সেবাপ্রার্থী জনগণকে অশেষ দূর্ভোগ পোহাতে হচ্ছে। অপরিসর অফিসকক্ষে বিশ্রাম সুবিধা না থাকায় সেবাপ্রার্থী বৃদ্ধ বা মহিলাদের অসুবিধায় পড়তে হচ্ছে। প্রস্তাবে অবিলম্বে ব্যাংকিং সুবিধা আছে, এমন স্থানে সুপরিসর স্থায়ী উপজেলা সাব-রেজিস্টারি অফিস স্থাপনের জোর দাবি জানানো হয়।
সভায় সংগঠনের সভাপতি অসুস্থ আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা এবং ভার্থখলা নিবাসী বিশিষ্ট সমাজসেবী মাছুম আহমদের মৃত্যু শোক প্রকাশ করা হয়।

 

অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আজম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চঞ্চল মাহমুদ ফুলর, আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, আবদুল মালেক তালুকদার, মোঃ নজরুল হোসেন, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, মোঃ ছয়েফ খান, মোঃ দিলওয়ার হোসেন রানা, নুরুল ইসলাম সুমন, খলিল মিয়া, লাহিন আহমেদ রুয়েল, হিরণ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন