প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
বিনোদন ডেস্ক : রহমত উল্লাহ নামে কথিত এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তবে তার মামলা নেয়নি পুলিশ। তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শাকিব খান তার আইনজীবীসহ গুলশান থানায় যান। সেখানে তিনি ঘণ্টাখানেক থাকেন।
এর আগে, রহমত উল্ল্যাহ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট তিনটি সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। যেখানে ধর্ষণসহ মোট পাঁচটি অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান।
শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহর করা মিথ্যে অভিযোগের ব্যাপারে মানহানির মামলা করতে চেয়েছিলাম। কিন্তু থানা থেকে পরামর্শ দেওয়া হলো এই মামলা কোর্টে করতে। আমরা আগামীকাল তার বিরুদ্ধে মামলা করব।’
গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম জানান, মামলার আবেদনপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় তারা মামলাটি নেননি। তিনি বলেন, ‘শাকিব খান এক প্রযোজকের নামে মামলা করতে রাতে থানায় আসেন। কিন্তু তার আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় সেটি সংশোধন করে আনার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপাতত মামলা নেওয়া হয়নি।’
অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল শাকিবের বিরুদ্ধে এবং সে মামলায় তাকে গ্রেফতারও করা হয়েছিল—এমনটাই শিল্পী সমিতিতে দেওয়া অভিযোগে বলেছিলেন রহমত উল্ল্যাহ। এর জবাব শাকিব বলেন, ওখানে মামলা হলে তো আমি দেশে আসলাম কীভাবে? আমি তো আর পালিয়ে আসি নাই।’
তবে শাকিবের সঙ্গে উপস্থিত আইনজীবী খায়রুল বলেন, ‘অস্ট্রেলিয়ায় যে মামলার কথা বলা হচ্ছে সেটা কিন্তু সেখানকার পুলিশ তদন্ত করেছে। তারা কিন্তু শাকিবকে নির্দোষ বলেছে এবং বলেছে, মিস্টার খান ইটস অ্যা হানি ট্র্যাপ। বি অ্যাওয়ার ইউরসেলফ ফ্রম দেম।’
তিনি জানান, আজ রোববার দু-তিন দিনের মধ্যে পেন্যাল কোডের ৩৮৫ ধারায় রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করা হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest