প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
নিউজ ডেস্ক : ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় কর্তৃক প্রদত্ত অর্ডার অফ বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মাননা পেয়েছেন সিলেটের শেখ আলিউর রহমান। চা শিল্পে সেবার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা তাকে প্রদান করা হয়েছে।
আলিউর রহমান সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের বাসিন্দা। তিনি লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এই কোম্পানি বিশ্বের সবচেয়ে দামি চা বাজারজাত করে থাকে।
ব্যক্তিজীবনে এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক আলিউর রহমান। পরিবারকে সাথে নিয়ে তিনি লন্ডনে টাওয়ার হ্যামলেটে বসবাস করেন।
সম্মননা পেয়ে আলিউর রহমান বলেন, ‘ওবিই পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি আমার চারপাশে এমন অনেক লোকের কাছে ঋণী যারা আমাকে বছরের পর বছর ধরে সমর্থন করেছেন।’
এদিকে, ওবিই সম্মাননা পাওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লন্ডনের একটি অভিজাত গলফ কোর্সে তার বন্ধুদের পক্ষ থেকে সেই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সেখানকার সাবেক স্পিকার আহবাব হুসেন, কাউন্সিলর জিলানী চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ফরহাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest