ফেব্রুয়ারিতে সারাদেশে ৩০৮ সড়ক দুর্ঘটনা, নিহত ৩০৩ আহত ৪১৬

প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৩

ফেব্রুয়ারিতে সারাদেশে ৩০৮ সড়ক দুর্ঘটনা, নিহত ৩০৩ আহত ৪১৬

নিউজ ডেস্ক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে মোট ৩০৮টি। এতে ৩০৩ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন মোট ৪১৬ জন যাত্রী ও পথচারী।

 

মঙ্গলবার বিকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএ’র বিভাগীয় অফিস সমূহের মাধ্যমে সারাদেশ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনায় পতিত যানবাহনের মধ্যে প্রাইভেটকার ২০টি, বাস ৭৪টি, পিকআপ ১৭টি, সিএনজি চালিত অটোরিকশা ২০টি, ট্রাক ৮৩টি, মোটরসাইকেল ১০২টি, ব্যাটারিচালিত অটোরিকশা ১৫টি, ইজিবাইক ১৮টি, ট্রাক্টর ১২টি, অ্যাম্বুলেন্স ২টি, ভ্যান ১০টি, মাইক্রোবাস ৭টি ও অন্যান্য যান ৭৫টি সহ মোট ৪৫৫টি।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিভাগে ৮৯টি সড়ক দুর্ঘটনায় ৭৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়, চট্রগ্রাম বিভাগে ৭১টি সড়ক দুর্ঘটনায় ৬৬ জন নিহত এবং ১৩৮জন আহত হয়, রাজশাহী বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫৫জন নিহত এবং ৪৮ জন আহত হয়, খুলনা বিভাগে ৩৭ টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়, বরিশাল বিভাগে ১৯ টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৬৪ জন আহত হয়, সিলেট বিভাগে ১২ টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ১২ জন আহত হয়, রংপুর বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত এবং ৯ জন আহত হয়, ময়মনসিংহ বিভাগে ১২ টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৩ জন আহত হয়।

 

এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে সারাদেশে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩২২টি এবং এ সকল দুর্ঘটনায় ৩৩৩ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩৩৬ জন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন