স্মার্ট বাংলাদেশ গঠনে পুলিশ অনন্য ভূমিকা পালন করছে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

স্মার্ট বাংলাদেশ গঠনে পুলিশ অনন্য ভূমিকা পালন করছে : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, পুলিশ সদস্যরা দেশ মাতৃকার সেবায় নিজেকে বিলিয়ে দেন। তাঁরা স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে পুলিশের অনন্য ভূমিকা পালন করছেন বলেন মন্তব্য করেন।

 

বিভাগীয় কমিশনার বুধবার (১ মার্চ) সকালে সিলেট জেলা পুলিশ লাইন্সের বীরমুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট রেঞ্জ সদরের সকল পুলিশ ইউনিট কর্তৃক কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্ত্বে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ মোমিনুল হক জিডি (পি), আরআরএফ সিলেট এর কমাডেন্ট (অতি: ডিআইজি) মো: হুমায়ুন কবীর, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট রেঞ্জ সদরের বিভিন্ন ইউনিট প্রধানগণ।

 

এছাড়া কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য এসআই(নিরস্ত্র) নূর মোহাম্মদ সিকদার, এসআই (নিরস্ত্র) মোঃ সমরুল ইসলাম, এসআই (নিরস্ত্র) ইসমাইল আলী, কনস্টেবল চম্পক রঞ্জন দাস, কনস্টেবল মোঃ এমরান হোসেন ও কনস্টেবলমোঃ বদরুল আলমগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ সদরের সকল ইউনিটের পক্ষ থেকে অতিথিগণ সিলেট জেলা পুলিশ লাইন্সে স্থাপিত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন।

 

পরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যগণের হাতে পুলিশের পক্ষ হতে শুভেচ্ছা উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের সহিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন