প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩
বিনোদন ডেস্ক : শনিবার (১৪ জানুয়ারি) বিকেল থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এতে বিনামূল্যে দেখা যাবে ২০২২ সালের তুমুল আলোচিত সিনেমা ‘হাওয়া’।
এছাড়ও দেখা যাবে, মুক্তিপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। উদ্বোধনী দিনে থাকছে ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’ ও পূর্ণদৈর্ঘ্য আশিক মুস্তাফার ‘থার্টি ফাইভ’। এই সিনেমাগুলোও বিনামূল্যে দেখা যাবে।
জানা গেছে, জাতীয় জাদুঘরে ১৬ জানুয়ারি ‘হাওয়া’ এবং ২০ জানুয়ারি ‘ওরা ৭ জন’ দেখানো হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
২২ জানুয়ারি পর্যন্ত চলা এ উৎসবটির এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ’। এবারের আয়োজনে ৭১টি দেশের ২৫২টি সিনেমা প্রদর্শিত হবে। এগুলো দেখা যাবে রাজধানীর পাঁচটি ভেন্যুতে।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামান বলেন, এ উৎসবে ১০টি বিভাগে সিনেমাগুলো দেখানো হবে। বরাবরের মতো এবারও ভেন্যু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest